সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আক্কেলপুর, জয়পুরহাট উপজেলার জনগণের দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকেন। গত ০৩ (তিন) বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসুচির আওতায় ২৫৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পগুলোর মাধ্যমে ৩৭.৩০০ কি:মি: রাস্তা/খাল/বাঁধ নির্মাণ/পুনঃনির্মাণ/সংস্কার এছাড়া ও এই কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে পুকুর পুনঃখনন,তালগাছ রোপন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট,প্যালাসাইডিং, গাইড ওয়াল নির্মাণ, এইচবিবি করণ,ইত্যাদি। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৬১৫টি প্রকল্প বাস্তবায়ন করা হয় যার মাধ্যমে ৫২.৩৬৮কি:মি: রাস্তা/খাল/বাঁধ/নালা/নর্দমা সংস্কারসহ প্যালাসাইডিং/গাইড ওয়াল/ ইউ-ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে ধর্মীয়, শিক্ষা ও জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান মেরামত ও উন্নয়ন, শিক্ষা উপকরণ বিতরণ, করা হয়েছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রতি বছর ৩৬০ জন করে ০৩ (তিন) বছরে মোট ১০৮০ জন অতিদরিদ্র গ্রামীণ কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বছরে দুই মৌসুমে ৪০দিন করে মোট ৮০দিনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক তৃতীয়াংশ মহিলা শ্রমিক। এই কর্মসূচির মাধ্যমে ছোটবড় ১৫০ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় ছোট বড় ০৯টি সেতু/কালভার্ট নির্মাণ, এইচবিবি কর্মসূচির আওতায় ৩.০০০ কি.মি. রাস্তা এইচবিবি করণ এবং গৃহহীন দুঃস্থ পরিবারের জন্য ৫৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়েছে। ২৫৪ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরীর জন্য ৭,৬২,০০০/- ২৫৪ টি পরিবারের ঘরবাড়ী/শিক্ষা প্রতিষ্ঠান/ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত/সংস্কার করা হয়েছে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবাবের জন্য মানবিক সহায়তা সামগ্রী সুষ্ঠুভাবে সংরক্ষণের এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য/বার্তা আদান প্রদান ও তথ্যাবলী সংরক্ষণ করার লক্ষে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ কাজ প্রায় ১০০% সম্পন্ন হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস